কাশ্মীরের মানবাধিকারকর্মী খুররম পারভেজ আটক

Looks like you've blocked notifications!
মানবাধিকারকর্মী খুররম পারভেজ। ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিমান মানবাধিকারকর্মী খুররম পারভেজকে আটক করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার রাতে খুররমকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে আটক করা হয়।

খুররাম পারভেজকে আটকের আগে রোববার তাঁর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভায় যোগ দেওয়ার কথা ছিল মানবাধিকারকর্মী খুররম পারভেজের।

ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ’র ভাষ্যমতে, মানবাধিকারকর্মী এবং জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটির সমন্বয়ক খুররম পারভেজের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ রয়েছে।

২০০৬ সালে খুররম পারভেজ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘রিবোক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পান।

এনডিটিভি বলছে, ২০০৪ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় বোমা হামলায় এক পা হারান খুররম পারভেজ।