‘কাসেম সোলেইমানির হত্যাকাণ্ডে আন্তর্জাতিক প্রথা লঙ্ঘিত হয়েছে’
ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে মার্কিন হামলায় হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক নিয়ম বা প্রথার লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের চালানো ওই হামলায় জেনারেল সোলেইমানি নিহত হন।
জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড গতকাল মঙ্গলবার এক বক্তব্যে বলেন, জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ডের মাধ্যমে এমন একটি বিপজ্জনক প্রক্রিয়া শুরু করা হলো, যা শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সংবাদমাধ্যম বিবিসি ও পার্স টুডে এ খবর জানিয়েছে।
গত ৩ জানুয়ারি (শুক্রবার) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সফররত জেনারেল সোলেইমানিকে বহনকারী গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো আট কমান্ডার নিহত হন।
মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলেইমানির ওপর ওই হামলা চালায়, যখন তিনি ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নির্মূলে জেনারেল সোলেইমানি অন্যতম ভূমিকা পালন করেছিলেন।