কিমের আমলে বন্দিদের ‘পশুর চেয়েও অধম’ গণ্য করা হচ্ছে

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ক্ষমতায় আসার পর যেসব মানুষকে বন্দি করেছেন, তাঁদের ‘পশুর চেয়েও অধম’ বলে গণ্য করে অমানবিক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

কিমের সাবেক কর্মকর্তা এবং কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এইচআরডব্লিউ এমন তথ্য দিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এইচআরডব্লিউর সঙ্গে আলাপকালে আটজন সাবেক সরকারি কর্মকর্তা এবং ২২ জন ভুক্তভোগী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটিকে জানিয়েছে, তাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যেন ‘তারা পশুর চেয়ে অধম’।

ভুক্তভোগীরা বলছেন, দিনে সাত থেকে আট ঘণ্টা তাঁদের ফ্লোরে বসিয়ে রাখা হতো, কখনো হাঁটু গেড়ে রাখা হতো, কখনো চোখ ঠেসে রাখা হতো মেঝেতে। কখনো কখনো ১৩ থেকে ১৬ ঘণ্টা এভাবে কেটে যেত। যদি কোনো বন্দি এই সময়ে নড়াচড়া করতেন, তাহলে সবাইকে নতুন করে শাস্তি দেওয়া হতো।