কিয়েভে রাশিয়ার গোলাবর্ষণে রুশ সাংবাদিক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/24/russian-journalist.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর গোলাবর্ষণে এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। খবর বিবিসির।
নিহত রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা অনুসন্ধানমূলক গণমাধ্যম দ্য ইনসাইডারে কাজ করতেন। তাঁর মৃত্যুর পরে দ্য ইনসাইডার এক বিবৃতিতে জানিয়েছে, ওকসানা কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভ থেকে খবর সংগ্রহ ও প্রকাশ করছিলেন।
কিয়েভের পডিল এলাকায় যুদ্ধের ক্ষয়ক্ষতির ভিডিও ও চিত্রগ্রহণের সময় সাংবাদিক ওকসানা নিহত হন বলে দ্য ইনসাইডার জানিয়েছে।
দ্য ইনসাইডারে কাজ করার আগে ওকসানা বাউলিনা রাশিয়ার সরকারবিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করেছিলেন, এবং পরবর্তীকালে তাঁকে রাশিয়া ছাড়তে হয়েছিল।
গত বছর রুশ সরকার নাভালনির ফাউন্ডেশনটিকে অবৈধ ও চরমপন্থি হিসেবে তালিকাভুক্ত করে। যার ফলে প্রতিষ্ঠানটির অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/24/russian-journalist-inside.jpg 687w)
দ্য ইনসাইডার জানিয়েছে, কিয়েভে গোলাগুলিতে ওকসানা বাউলিনা ছাড়াও আরও এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন।
ওকসানা বাউলিনা এর আগে কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহর থেকে বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন বলে দ্য ইনসাইডার জানিয়েছে।
ওকসানা বাউলিনার মৃত্যুতে দ্য ইনসাইডার ওকসানার পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছে।