কিয়েভ থেকে ‘সেনা প্রত্যাহারে বাধ্য হচ্ছে রাশিয়া’

Looks like you've blocked notifications!
কিয়েভে ধ্বংস করা রুশ বাহিনীর যান। ছবি : সংগৃহীত

ব্যাপক ক্ষয়ক্ষতির হওয়ায় রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে বলে দাবি করছে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

যুদ্ধ-সম্পর্কিত সর্বশেষ তথ্যে জেনারেল স্টাফ বলেছেন, রুশ বাহিনীর দুটি ব্যাটালিয়ন কৌশলগত দলকে প্রত্যাহার করে বেলারুশে নেওয়া হয়েছে।

আরও বলা হয়, রাশিয়া থেকে ইউক্রেনে সৈন্য পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া কৃষ্ণ সাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে।

গত সপ্তাহে রাশিয়া বলেছিল যে, তারা পূর্বাঞ্চলে তাঁদের আক্রমণে আবারও মনোনিবেশ করার পরিকল্পনা করেছে। যদিও এরপর থেকেও গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার খবর অব্যাহত রয়েছে।

এদিকে, ইউক্রেনের উচ্চ-পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের পরবর্তী ধাপের আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সোমবার থেকে এ ধাপের আলোচনা শুরু হবে।