কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা সাময়িক বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণার পর সেখানে থাকা বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুর দূতাবাস থেকে বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের জারি করা নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করতে বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, মালয়েশিয়া সরকার ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের গণজমায়েত ও চলাচলে, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য এবং সরকারি ও বেসরকারি অফিসে না যাওয়ার যে নির্দেশনা জারি করেছে, তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশি নাগরিকদের সুরক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত থাকবে জানিয়ে নোটিশে বলা হয়, শুধু অতিজরুরি ও অত্যাবশ্যকীয় প্রয়োজনে অফিস চলাকালে ফোনে যোগাযোগ করে দূতাবাসের সেবা নিতে হবে।
নম্বরগুলো হলো :
পাসপোর্ট সংক্রান্ত : +৬০১৭৩১৮৮৫৪২, +৬০১১৩৯৯৪৪৯২২, +৬০১৪৯৪৪৭০৪৪, +৬০১৬৩০৭২৪৩৮
ভিসা/সত্যায়ন ও সার্টিফিকেট সংক্রান্ত : +৬০১৩৩৫৫৯৮২১, +৬০১১১৬৩৮০৫২৬ + ৬০১৪৬০৫১১৩৪, +৬০১৬৮৩৭৯৩১৩
ট্রাভেল পাস/ প্রবাসীদের কল্যাণ-সংক্রান্ত : +৬০১৬৫৪৭৬৫৮০, +৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১২৪৩১৩৫০, +৬০৩২৬০৪০৯৪৬
এ ছাড়া যোগাযোগ করা যাবে হাইকমিশনের ই-মেইল : mission.kualalumpur@mofa.gov.bd
করোনাভাইরাসের বিস্তার রোধে গত সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়াকে ‘লকডাউন’ ঘোষণা করেন। লকডাউন চলাকালে ১৩ দিন সব সুপারশপ, মার্কেট, শপিং কমপ্লেক্স ও মসজিদের সব কার্যক্রম বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব রকম চলাফেরা বন্ধ রাখতে বলা হয়েছে।
এ পর্যন্ত মালয়েশিয়ায় ৬৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এতে মারা গেছেন দুজন।