কুয়েতে তেল শোধনাগারে আগুন, কয়েকজন কর্মী আহত
কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় শোধনাগারের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির (কেএনপিসি) বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাষ্ট্রায়ত্ত শোধনাগারটি জানিয়েছে, তাদের অ্যাটমোস্ফেরিক রেসিডিউ ডিসালফুরাজেইশন (এআরডিএস) ইউনিটে আগুন লাগে, বিচ্ছিন্ন এই ইউনিটটিতে আগুন লাগার পর তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
একজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা বেশ কয়েকজন কর্মী আগুনে সামান্য আহত হয়েছেন এবং কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে কেএনপিসি জানিয়েছে।
এদের কয়েকজনকে শোধনাগারেই চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে তারা।
‘শোধনাগারের কার্যক্রম এবং রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি আর স্থানীয় বাজারজাতকরণ কার্যক্রমও বিঘ্নিত হয়নি, বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের সরবরাহেও কোনো প্রভাব পড়েনি,’ নিজেদের টুইটার অ্যাকাউন্টে বলেছে কেএনপিসি।