কুয়েতে নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আজ বুধবার নাগাদ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৪২ জন। প্রতিদিনকার মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, কুয়েতে করোনায় ১৪২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন, চিকিৎসাধীন ১২৭ জন। তাঁদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় কারো মৃত্যু হয়নি। কোয়ারেন্টিনে আছেন ৫৭৩ জন। সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর জানিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভাইরাসটির নতুন কেন্দ্রস্থল হয়ে ওঠা ইউরোপে ক্রমান্বয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃত্যুর ভয়াবহতায় চীনকেও ছাপিয়ে যাচ্ছে ইতালি। দেশটিতে দুই দিনে সাতশর বেশি মানুষ মারা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪৫ জন। ইতালিতে এ পর্যন্ত দুই হাজার ৫০৩ জন এ রোগে মারা গেছেন। ইরান, স্পেন, ফ্রান্সসহ আরো অনেক দেশেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এই ভাইরাস।
এখন পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই লাখে। এক লাখ ৯৯ হাজার ৯৯০ জন আক্রান্তের মধ্যে এক লাখ ৯ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন সাত হাজার ৯৮০ জন, বাকিরা চিকিৎসাধীন। তবে চীনে আক্রান্তের সংখ্যা কমে এসেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।