কেএফসিতে বিয়ের প্রস্তাব, সন্ধান মিলল যুগলের

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকার একটি কেএফসি রেস্তোরাঁয় বসে আছেন প্রেমিক-প্রেমিকা। সামনের টেবিলে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চারপাশে দাঁড়ানো রেস্তোরাঁর কর্মচারী ও ক্রেতারা। এর মধ্যেই প্রেমিকার অনামিকায় আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের। খুশিতে কাঁদতে কাঁদতে লজ্জায় মুখে হাত দিলেন প্রেমিকা। আর উৎফুল্ল হয়ে ওঠে পুরো রেস্তোরাঁ।

গত বৃহস্পতিবার এমনই একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় রেস্তোরাঁ কেএফসি। ওই যুগলের সন্ধান চায় তারা। ঘণ্টাখানেকের মধ্যেই জানা যায় দুজনের পরিচয়— একজন হেক্টর অন্যজন ননহ্লানহ্লা।

ওই মুহূর্তের মূল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন কাটেকা মালোবোনা নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘ওই সময়টি অসাধারণ ছিল। এটি শুধু একটি ভিডিও নয়, এটি ভালোবাসা।’

কাটেকা আরো বলেন, ‘ওই যুবকের মতো আমি এত সাহসী নই। সবার সামনেই তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, আর রেস্তোরাঁয় থাকা মানুষদের চিৎকারে এ সময় অন্যরাও ছুটে আসে। এটি সত্যিকারের ভালোবাসা।’

এরই মধ্যে এ ভিডিও ঘিরে খুনসুটি-ভালোবাসায় মেতেছেন অসংখ্য যুগল। অনেকেই আবার ওই যুগলের বিয়ে ও মধুচন্দ্রিমায় সহযোগিতার করতে চান। এমনকি সাউথ আফ্রিকার জনপ্রিয় গায়ক ও গীতিকার জ্যাকস বান্টওয়িনি তো ঘোষণাই দিয়ে দিলেন, ‘আমি এই যুগলের বিয়েতে বিনামূল্যে গাইতে চাই।’