কে এই আসসার মালিক?
পাকিস্তানে নারীশিক্ষার অধিকার নিয়ে কাজ করায় শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম আসসার মালিক। সবাইকে অনেকটা অবাক করে দিয়ে মঙ্গলবার রাতে বিয়ের খবর জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত মালালা।
টুইটারে বরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ২৪ বছর বয়সী মালালা লিখেছেন, ‘আজকের এই দিনটি আমার জীবনের জন্য মহামূল্যবান একটি দিন। আসসার আর আমি সারা জীবনের জন্য একত্রিত হয়েছি। স্বল্পপরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে থাকতে চাই।’
কে এই আসসার মালিক?
তাঁর লিংকডইন প্রফাইল অনুসারে, মালালার বর আসসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স সেন্টারের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন আসসার মালিক।
আসসার মালিক ২০২০ সালের মে মাসে বোর্ডে যোগ দেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের অপারেশনাল ম্যানেজার ছিলেন। তিনি পাকিস্তানে ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ নামে একটি অপেশাদার লিগ ফ্র্যাঞ্চাইজির মালিকও। এই লিগ ফ্র্যাঞ্চাইজিটি একটি সংগঠিত ও কাঠামোগত পদ্ধতিতে তৃণমূল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছে বলে তিনি লিংকডইনে বর্ণনা করেন। তিনি একটি প্লেয়ার ম্যানেজমেন্ট ফার্মে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আসসার মালিক ২০১২ সালে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতিতে স্নাতক হন। খবর দ্য ইনডিপেনডেন্টের।
এই দম্পতি কত দিন ধরে একে অপরকে চেনেন তা স্পষ্ট নয়; তবে আসসারের ইনস্টাগ্রাম প্রফাইলে ২০১৯ সালে মালালার সঙ্গে একটি গ্রুপ ছবি শেয়ার করা আছে। ওই সেলফিতে দেখা গেছে, তাঁরা বার্মিংহামের এজগাস্টন স্টেডিয়ামে পাকিস্তানের জন্য উল্লাস করছেন।
২০১২ সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের হাতে গুলিবিদ্ধ হওয়ার প্রায় ১০ বছর পর এই বিয়ে। সে সময়ে মালালার বয়স ছিল মাত্র ১৪ বছর। এরপর তিনি চিকিৎসার জন্য বার্মিংহাম যান। পড়ালেখার পাশাপাশি মালালা মানবাধিকার ও নারীশিক্ষার একজন অধিকারকর্মী হয়ে ওঠেন।
মালালা গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক হন। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। ২০১৪ সালে তিনি এ পুরস্কার পান।