কোভিডকালীন ভ্রমণ : যুক্তরাজ্যের ‘লাল তালিকা’ থেকে অব্যাহতি পেল বাংলাদেশ

Looks like you've blocked notifications!
কোভিড-১৯ ভ্রমণ নীতিমালা হালনাগাদ করে বাংলাদেশসহ আটটি দেশকে ‘লাল তালিকা’ থেকে বাদ দিয়েছে যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন বিধিনিষেধ অনুযায়ী, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া ‘লাল তালিকা’ থেকে বাদ গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

আগামী বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

এসব দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করা ব্যক্তিদের আর দশ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক থাকবে না।

এ ছাড়া পূর্ণডোজ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের যুক্তরাজ্যে যেতে পিসিআর টেস্ট করাতে হবে না।

লাল তালিকাভুক্ত দেশগুলোর বেশির ভাগ মানুষই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। যাদের বিশেষ বিবেচনায় প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী নিজেদের খরচে ১০ দিনের জন্য কোয়ারেন্টিন ও দুই বার পিসিআর পরীক্ষা করতে হবে, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য এ বাবদ খরচ হবে দুই হাজার ২৮৫ পাউণ্ড।

অন্যদিকে, ভ্রমণ নির্দেশনা থেকে হলুদ তালিকার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।