‘কোভিড সিরাপে’র প্রচার চালানো শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

নভেল করোনাভাইরাস প্রতিরোধে একটি ভেষজ সিরাপের প্রচার চালিয়েছিলেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী পবিত্রা ওয়ান্নিয়ারাচ্চি। এক কথিত আধ্যাত্মিক গুরু তৈরি করেন ওই ভেষজ সিরাপ। শুধু তাই নয়, সিরাপটির মাধ্যমে করোনা থেকে আজীবন সুরক্ষা পাওয়া সম্ভব বলে দাবি করেন তিনি। ওই ভেষজ সিরাপের পক্ষে প্রচার চালানো শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেক্রেটারি ভিরাজ আবেসিংহের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এ খবর জানিয়েছে।
ভেষজ সিরাপটি বানানোর প্রক্রিয়া ওই আধ্যাত্মিক গুরু ‘স্বপ্নে পেয়েছিলেন’ বলেও দাবি করেন।
পরপর দুবার পরীক্ষার পর গত শুক্রবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর করোনা শনাক্ত হয়। এ নিয়ে শ্রীলঙ্কার চারজন মন্ত্রীর করোনা শনাক্ত হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা শনাক্ত হওয়ার পরই লঙ্কান স্বাস্থ্যমন্ত্রীকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকাকে শ্রীলঙ্কায় জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী পবিত্রার করোনা শনাক্ত হয়। আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় করোনার টিকার প্রথম ডোজ পৌঁছানোর কথা রয়েছে।
বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় প্রচার পাওয়া ওই ভেষজ সিরাপটিতে অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে মধু ও জায়ফল। সিরাপটি করোনা প্রতিরোধে কাজে লাগে না বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু এরই মধ্যে হাজারো মানুষ ওই সিরাপটি সংগ্রহ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় মোট ৫৬ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭৬ জনের।