কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য

Looks like you've blocked notifications!
তিন কোটির বেশি নাগরিককে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

তিন কোটির বেশি নাগরিককে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সম্প্রতি যুক্তরাজ্যে রোগী শনাক্ত বেড়েছে। এরই মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল দেশটি।

দ্য টেলিগ্রাফ জানায়, যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে পারে।

প্রায় তিন কোটি ২০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুর দিকে বুস্টার ডোজ দেওয়ার এই লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে।

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য প্রথম ফাইজার-বায়োএনটেকের ডোজ দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু করে। পরে দেশটিতে অন্য কোম্পানির টিকাদানও শুরু হয়।

টিকাদানে বিশ্বে বড় ধরনের সাফল্য দেখিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে চার কোটি ৬০ লাখের বেশি মানুষ করোনার প্রথম ডোজ পেয়েছেন যা দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯০ শতাংশ।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ৫৮ লাখ ৮০ হাজার ৬০০ মানুষ করোনা সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৭০০ জন।