কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্ত ৬২ হাজার, মৃত্যু ২৫৪২

Looks like you've blocked notifications!
ভারতে টানা নয় দিন ধরে দৈনিক শনাক্ত এক লাখের নিচে থাকলেও শেষ দিনে তার আগের দিনের চেয়ে সংক্রমণ কিছুটা বেড়েছে। ছবি : রয়টার্স

ভারতে টানা নয় দিন ধরে দৈনিক শনাক্ত এক লাখের নিচে থাকলেও শেষ দিনে তার আগের দিনের চেয়ে সংক্রমণ কিছুটা বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার আগের ২৪ ঘণ্টায় সেখানে ৬২ হাজার ২২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ২৫৪২ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে ভারতের আগে আছে শুধু যুক্তরাষ্ট্র।

মহামারিতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা দেশটিতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনের। খবর এনডিটিভির।

৫৯ লাখ ২৪ হাজারেরও বেশি রোগী নিয়ে দেশটির রাজ্যগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা মহারাষ্ট্র এ দিন মৃত্যুর সংখ্যায়ও এগিয়ে ছিল। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে এক হাজার ৪৫৮ জনের। শনাক্ত রোগীর সংখ্যায় মহারাষ্ট্রের পর যথাক্রমে কর্নাটক, কেরালা, তামিলনাডু ও অন্ধ্র প্রদেশের অবস্থান।

এপ্রিলের প্রথমদিকে ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ৭ মে দেশটিতে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছিল, যা দৈনিক শনাক্তের বিশ্বরেকর্ড।

পরিস্থিতি সামাল দিতে দেশটির বহু রাজ্য কঠোর লকডাউন জারি করতে বাধ্য হয়। বেশ কয়েক সপ্তাহ ধরে এসব বিধিনিষেধ জারি থাকার পর দেশটির সংক্রমণ পরিস্থিতির উন্নতি শুরু হয়। এখন সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের চাপ অনেকটা সামলে উঠে সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।