কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষার অগ্রগতি জানাল চীনা প্রতিষ্ঠান

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ প্রতিরোধে চায়নিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজির তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল শনিবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ খবর জানিয়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে দ্বিতীয় ধাপের ট্রায়াল পরিচালিত হচ্ছে। দ্বিতীয় ধাপের এ ট্রায়ালে মানব শরীরে ভ্যাকসিনটির নিরাপত্তা ও রোগ প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

চীনে মোট পাঁচটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। এটি বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়া মোট ভ্যাকসিনের ৪০ শতাংশ। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে বিশ্বের একাধিক  দেশ। মানব শরীরে করোনার ভ্যাকসিনের প্রয়োগও হয়েছে কয়েক জায়গায়।