কোভ্যাক্সের টিকা প্রথম পেল ঘানা
বিশ্বের সব দেশে ন্যায্যতার ভিত্তিতে টিকা সরবরাহ নিশ্চিত করতে সৃষ্ট বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেল ঘানা।
পশ্চিম আফ্রিকার এ দেশটি বুধবার কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো ছয় লাখ ডোজ টিকা পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ধনী দেশগুলোর দাপটে দরিদ্র দেশগুলো যেন টিকাবঞ্চিত না হয় তা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) নেতৃত্বে কোভ্যাক্স নামের এই বৈশ্বিক উদ্যোগের যাত্রা শুরু হয়।
এর মাধ্যমে চলতি বছরের মধ্যে বিশ্বজুড়ে কোভিড-১৯-এর ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার ঘানার রাজধানী আক্রায় প্রথম টিকা গেল, যাকে ‘স্মরণীয় উপলক্ষ’ বলে অভিহিত করছে ডব্লিউএইচও ও জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।
‘ঘানায় করোনার টিকা পৌঁছানোর বিষয়টি মহামারীর সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ,’ বলছে তারা।