ক্যালিফোর্নিয়ায় উভচর সামরিক যান ডুবে ৮ মার্কিন সেনা নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণকালে সাত নৌসেনা ও এক নাবিক নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া উপকূলে গত বৃহস্পতিবার ওই সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলেও এর ৪০ ঘণ্টা পর স্থানীয় সময় গত শনিবার দেশটির সেনাবাহিনী ওই হতাহতের ঘটনা প্রকাশ করে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রশিক্ষণের সময় একটি উভচর সামরিক যান ডুবে গেলে তাঁদের মৃত্যু হয়।
আট নৌসেনাকে উদ্ধার করা হলেও তাঁদের মধ্যে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উদ্ধার হওয়া দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মার্কিন নৌ কমান্ডার কর্নেল ক্রিস্টফার ব্রোঞ্জি এ দুর্ঘটনার কথা জানান।