ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীকে সন্ত্রাসী ঘোষণা

Looks like you've blocked notifications!
ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ২০১৯ সালের ১৫ মার্চের হামলার জন্য দায়ী অপরাধী ব্রেন্টন ট্যারেন্টকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা দেন।

সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, জেসিন্ডা এক বিবৃতিতে বলেন, ‘অপরাধীকে এ আখ্যা দেওয়া সব ধরনের সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক উগ্রবাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের নিন্দার এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা জানান, নিউজিল্যান্ডের আইনে এ ধরনের আখ্যা দেওয়ার ফলে সন্ত্রাসী ব্যক্তি বা সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত হয়ে যায়।

‘এমন আখ্যা নিশ্চিত করে যে, অপরাধী ভবিষ্যতে সন্ত্রাসবাদে অর্থায়নে জড়িত হতে পারবেন না,’ বলেন জেসিন্ডা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধ করার জন্য নিউজিল্যান্ড এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের বাধ্যবাধকতা রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীসহ বর্তমানে নিউজিল্যান্ডের আইনের অধীনে ২০টি সন্ত্রাসবাদী ব্যক্তি বা সংগঠন রয়েছে।