ক্ষেপণাস্ত্রে বিমান ভূপাতিত হয়েছে ১০ সেকেন্ডের ভুলে : ইরানি কমান্ডার
ইরানে প্রশাসনবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন আজ সোমবারও উত্তাল দেশটির রাজপথ। ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাপিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে গতকাল রোববার থেকে প্রশাসনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। রাজধানী তেহরানসহ ইরানের বেশ কয়েকটি শহরে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।
বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত বুধবার ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান। এ ঘটনার পরই বিভিন্ন সমালোচনার মুখে পড়ে ইরান। অভিযোগ ওঠে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয় বিমানটি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তুঙ্গ উত্তেজনার মধ্যে দুর্ঘটনার তিন দিন পর্যন্ত ওই অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান।
এরই মধ্যে ইরানের এক মুখপাত্র অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ‘মিথ্যা বলছে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে’।
কিন্তু গত শনিবার স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান ভূপাতিত করার কথা স্বীকার করে ইরান।
এরপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ ব্যাখ্যা করেন, কী হয়েছিল দুর্ঘটনার দিন।
ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ বলেন, ইরানের ওপর ‘ক্রুজ ক্ষেপণাস্ত্র’ হামলা হচ্ছে, এমন খবর চাউর হওয়ার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের বিমানটিকে ক্ষেপণাস্ত্র ভেবে বসেন একজন ক্ষেপণাস্ত্র পরিচালনাকারী (অপারেটর)। এরপরই বিমানটিকে ভূপাতিত করতে ক্ষেপণাস্ত্র ছোড়েন।
ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য তার হাতে ১০ সেকেন্ড সময় ছিল। ক্ষেপণাস্ত্র ছুড়বে নাকি ছুড়বে না, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে পরিস্থিতির চাপে সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’
‘নিয়ম অনুযায়ী, তার যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নেওয়ার কথা। কিন্তু সে সময় যোগাযোগ ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দেয়,’ যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ।
ভবিষ্যতে এমন ‘ভুল’ যেন আর না হয়, সে জন্য সামরিক বাহিনী তাদের ব্যবস্থার উন্নয়ন করবে বলে জানান এই সেনা কর্মকর্তা।
পরে ওই অপারেটরকে যখন বিমানে ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা বলা হয়, তখন তিনি ‘এ খবর শোনার আগে মরে গেলাম না কেন’ বলে অনুতাপ করেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ।
ওই বিমান দুর্ঘটনা কীভাবে হয়েছিল, সে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আলি হাজিজাদেহ। এর পরও দীর্ঘ সময় ধরে বিমান ভূপাতিতের সঙ্গে ইরানের জড়িত থাকার বিষয়টি কেন অস্বীকার করা হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার পর, বিমান দুর্ঘটনাকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ‘ক্ষমার অযোগ্য ভুল’ হিসেবে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দিনটিকে দুঃখের দিন হিসেবে আখ্যা দেন। এ সংক্রান্ত টুইটে জারিফ লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভেঞ্চারপ্রিয় স্বভাবের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।
গত বুধবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ইউক্রেনের যাত্রীভর্তি বিমান বিধ্বস্ত হয়। এর কিছু সময় আগে ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানি জেনারেল কাসেম সোলেইমানি। আর জেনারেল সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতেই ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।