‘খুব যন্ত্রণাদায়ক দুই সপ্তাহ আসছে’, করোনা নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৮৭৩ জন। আগামী দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য খুবই যন্ত্রণাকর হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, করোনার কারণে যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী দুই সপ্তাহ খুব, খুব যন্ত্রণাদায়ক হতে যাচ্ছে। আগামী দিনে যে কঠিন দিন আসতে যাচ্ছে, সে জন্য সব আমেরিকানকে প্রস্তুত থাকতে বলছি।’
হোয়াইট হাউসের করোনাভাইরাস রেসপন্স কো-অর্ডিনেটর ড. ডেবোরা বার্ক্স বলেছেন, ‘কোনো ম্যাজিক ভ্যাকসিন বা থেরাপি নেই। আমাদের আচরণই বলে দেবে আগামী ৩০ দিনে পরিস্থিতি কোনদিকে যাবে।’ জোরালোভাবে সামাজিক বিচ্ছিন্নকরণ বা সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে মত দিয়ে ড. দেবোরা বির্রক্স একটি চার্টের মাধ্যমে দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের করোনায় মৃত্যু হতে পারে।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৮ হাজার ১৭২ জন। সংখ্যাটি ইতালি, স্পেন ও চীনের চেয়ে অনেক বেশি।