খুলে দেওয়া হয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববী

Looks like you've blocked notifications!

বন্ধ রাখার পর জীবাণুমুক্তকরণ পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া জানায়, গতকাল শনিবার থেকে পবিত্র কাবা তাওয়াফের জন্য খুলে দেওয়া হয়। নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে ওই দুই মসজিদ জীবাণুমুক্ত করার জন্য বন্ধ রাখা হয়েছিল।

বিদেশি পর্যটক ও বিদেশফেরত সৌদি নাগরিকদের মসজিদ দুটিতে ঢোকার জন্য দেশে ফেরার পর অন্তত ১৪ দিন অপেক্ষা করতে হয়েছে।

তবে হজযাত্রীরা এখনই মসজিদ দুটিতে প্রবেশ করতে পারবেন কিনা, সেটা এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে সৌদি আরবে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদুল হারামের কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। কাবা শরিফ ধোয়ামোছার কাজ করার জন্য সাময়িক বন্ধ করা হয় বলে জানা যায়।