গাজায় ইসরায়েলি বিমান হামলা

Looks like you've blocked notifications!
গাজা থেকে শনিবার ছোড়া রকেট হামলার আগুনের গোলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে আটকা পড়ে। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে আসা রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গত সোমবার ইসরায়েলের একটি কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে ছয় বন্দির পালানোর ঘটনার পর থেকে ইসরায়লে ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা বেড়ে যায়। পরে ওই বন্দিদের চারজনকে অবশ্য আটক করতে পেরেছে ইসরায়েল।

রয়টার্স জানায়, শুক্রবার প্রথম দুজন বন্দিকে আটক করা হয়। পরদিন শনিবার আরও দুজনকে আটক করা হয়। এই দুদিনে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা রোববার গাজায় শুধু হামাসের স্থাপনায় হামলা চালিয়েছে।

এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

১১ দিনের হামলা পাল্টা-হামলা শেষে গত মে মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই ১১ দিনে আড়াইশ’র বেশি ফিলিস্তিনি ও ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত হয়।