গাজায় সংঘাত : মিসর সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরির সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর মিসরের মাটিতে পা রাখলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার কায়রো পৌঁছান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

সফরে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরির সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেন গাবি আশকেনাজি।

সম্প্রতি জেরুজালেমের একটি ঘটনা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। ১১ দিন ধরে লড়াই চলার পর মিসর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়। তারপরই দুই পক্ষ হামলা বন্ধ করে।

মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুইপক্ষ সম্মত হলেও পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ১৩ বছর পরে ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর মিসরে যাওয়াকে কূটনৈতিক মহল ঐতিহাসিক সফর বলে ব্যাখ্যা করছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামে শৌকরি জানিয়েছেন, পশ্চিম জেরুজালেম, পবিত্র আল-আকসা মসজিদসহ ওই এলাকায় অবস্থিত সব ধর্মীয় স্থাপনার বিষয়টি মাথায় রেখে মিসর দুইপক্ষের সঙ্গে আলোচনা করছে। সেখানে শান্তি ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রাখবে কায়রো।