গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই পাঁচ সদস্যের পরিবার
গাড়িতে আগুন লেগে সাবেক রাগবি লিগ খেলোয়াড় রোয়ান বেক্সটার, তাঁর স্ত্রী হান্নাহ বেক্সটার ও তাঁদের তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
তাঁদের গাড়িটিতে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ গণমাধ্যম বিবিস এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার খবর পেয়ে গাড়ি থেকে রোয়ান ও তাঁর তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোয়ানের স্ত্রী হান্নাহকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাঁরও মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আগুনের খবর পেয়ে ব্রিসবেন শহরের পূর্বাঞ্চলীয় ক্যাম্প হিল এলাকায় যায় পুলিশ। সেখানে পুলিশ গিয়ে দেখতে পায়, পুরো গাড়িটিতেই আগুন জ্বলছে।
কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি ইনস্পেকটর মার্ক থম্পসন বলেন, ‘এটি এক ভয়ঙ্কর দৃশ্য। এত আগেই তদন্তের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। কিন্তু পুলিশ পৌঁছাতে পৌঁছাতেই পুরো গাড়িতে আগুন লেগে গিয়েছিল।’
অস্ট্রেলীয় স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লেগে যাওয়া গাড়ি থেকে এক নারীকে লাফিয়ে বের হতে দেখেন তারা। তার গায়ে আগুন জ্বলছিল।