‘গুলি মারো’ স্লোগান তুলে সমালোচনায় ভারতের অর্থ প্রতিমন্ত্রী
আগামী ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করবে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। এর ঠিক কয়েকদিন আগে এক নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত স্লোগান তুলে সমালোচনার মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
দিল্লিতে গতকাল সোমবার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি দিলীপ ঘোষের মতোই এবার কর্মীদের গুলি চালানোর নির্দেশ দিলেন অনুরাগ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ ও টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
দিল্লির রিঠালার সভায় গতকাল অনুরাগ ঠাকুর স্লোগান তোলেন, ‘দেশ কে গাদ্দারোঁ কো, গোলি মারো সালোঁ কো’ (দেশদ্রোহীদের গুলি করে মারো)। যখনই অনুরাগ ঠাকুর স্লোগান দেন ‘দেশ কে গাদ্দারোঁ কো...’, তখনই জনসভায় উপস্থিত সমর্থকরা পাল্টা স্লোগান দেয়, ‘গোলি মারো সালোঁ কো’।
জানা গেছে, অনুরাগ ঠাকুরের সঙ্গে ওই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পরে ওই সভায় যোগ দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে বাজেটের আগে অর্থ প্রতিমন্ত্রীর উসকানিমূলক মন্তব্যকে লুফে নিয়েছে বিরোধীরা। অনুরাগ ঠাকুর স্লোগানের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারে কংগ্রেস ও আম আদমি পার্টি।
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দিল্লিতে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন-সিএএ’র সমর্থনে মিছিল করেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। ওই মিছিল থেকেও একই ধরনের স্লোগান উঠেছিল।