গো-মাংস বিক্রি নিষিদ্ধ করে আসাম বিধানসভায় নতুন বিল
হিন্দু অধ্যুষিত এলাকা ও কোনও মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করতে ভারতের আসাম রাজ্যের বিধানসভায় একটি বিল উত্থাপন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
‘আসাম গো-রক্ষা বিল-২০২১’-তে বলা হয়, হিন্দু অধ্যুষিত এলাকা ও কোনও মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। এতে বলা হয়, যেসব জায়গায় হিন্দু, শিখ ও জৈনরা বসবাস করেন এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস কেনাবেচা করা যাবে না।
বিলে আরও বলা হয়, বৈধ কাগজপত্র ছাড়া অন্য রাজ্য থেকে আসামে গরু আনা বা আসাম থেকে অন্যত্র গরু নিয়ে যাওয়া যাবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
উল্লেখ্য, ১৪ বছরের বেশি বয়সী গরু জবাইয়ে এতদিন আইনি কোনও বাধা ছিল না আসামে। তবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মনে করেন, সাত দশকের পুরানো এই আইন গো-রক্ষার জন্য যথেষ্ট নয়। তাই নতুন এই বিলটি উত্থাপন করেছেন তিনি।
আসামে ১৯৫০ সালের আইনে বলা হয়েছিল, ১৪ বছরের বেশি বয়সী গরু, যা কাজ করতে অক্ষম, সেগুলো জবাই করা যাবে। তবে এর জন্য স্থানীয় পশু চিকিৎসকের কাছ থেকে সনদ নিতে হবে।
ভারতের অনেক রাজ্যেই গো-হত্যা বন্ধের আইন রয়েছে। তবে গো-মাংস কোথাও বিক্রি করা যাবে কি-না, তা নিয়ে আইন হচ্ছে এই প্রথম।
এদিকে ডয়েচে ভেলের খবরে বলা হয়, হিমন্ত বিশ্ব শর্মার নতুন এই বিলের বিরোধিতা করছেন অনেকে। আসাম বিধানসভার বিরোধীদলীয় নেতা দেবব্রত সাইকিয়া বলেছেন, পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। এই পাঁচ কিলোমিটার কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? যেখানে ইচ্ছা পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলা যায়। এই বিলের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে।