গ্রেপ্তারের পরদিনই পুলিশের গুলিতে ভারতের কুখ্যাত সন্ত্রাসী বিকাশ নিহত
গ্রেপ্তারের পরদিনই পুলিশের গুলিতে নিহত হয়েছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী বিকাশ দুবে।
শুক্রবার সকালে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে নেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে গ্রেপ্তার করা হয়েছিল কানপুরের এই কুখ্যাত সন্ত্রাসীকে।
মধ্যপ্রদেশ পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে তুলে দেয় উত্তরপ্রদেশ পুলিশের হাতে। শুক্রবার সকালে বিকাশকে সেখান থেকেই উত্তরপ্রদেশের শিবলি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় বিকাশ দুবেকে বহনকারী পুলিশের একটি গাড়ি উল্টে যায়।
সুযোগ বুঝে আহত এক পুলিশ সদস্যের পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে সে। পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আত্মসমর্পনের আহ্বান জানায়। কিন্তু সে আত্মসমর্পন না করে বরং পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছুড়লে বিকাশ নিহত হয়।
তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ৬০টি মামলা ছিল। বছরের পর বছর পুলিশ এবং রাজনীতিবিদদের সহায়তায় বিকাশ বার বার জেল থেকে ছাড়া পেয়েছে বলে অভিযোগ উঠেছে।