গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত সঙ্গীসহ লস্কর-ই-তৈয়বার নেতা

Looks like you've blocked notifications!
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার এক নেতাসহ দুইজন নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মিরের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার এক নেতা সঙ্গীসহ ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় পুলিশ বলছে, লস্কর-ই-তৈয়বার ওই নেতার নাম নাদিম আবরার। তার বিরুদ্ধে বহু হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। নিহত আরেকজন পাকিস্তানের নাগরিক। কাশ্মিরের পরিপোড়া এলাকায় পুলিশ গাড়ি তল্লাশি করার সময় এই দুজনকে গতকাল সোমবার আটক করে।

এরপর ওই দিন রাতেই একে-৪৭ রাইফেল উদ্ধারে গেলে গোলাগুলিতে তারা নিহত হয়েছে বলে জানানো হয়। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানিয়েছ পুলিশ।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কাশ্মির সীমান্তে পাঁচ লাখ ভারতীয় সেনা থাকার পরও জম্মু বিমানবন্দরে ড্রোন হামলার মতো ঘটনায় ওই অঞ্চলটিতে অস্থিরতা তৈরি হয়েছে।