ঘুষের মামলায় সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
কয়েক লাখ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের দায়ে সাবেক যোগাযোগমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন ভিয়েতনামের একটি আদালত। কমিউনিস্ট এই রাষ্ট্রে একসময়ের ক্ষমতাশালীদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
নগুয়েন বাক সন ও তাঁর তৎকালীন উপসহকারী ট্রু অং মিনহ এক বেসরকারি টিভি ফার্মের অনুমোদন প্রদানে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করে।
রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম টোউ ট্রি জানায়, একসময়ের ক্ষমতাশালী এই কমিউনিস্ট নেতার বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে বিচার চলে। শনিবার এ বিচার সম্পন্ন হয়।
বাক সন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির মন্ত্রী ছিলেন। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও টুয়ানকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।