চলচ্চিত্র পোস্টারে নিজের মাথা বসিয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বের নানা প্রান্তের মানুষ অনেক মজা করেছে বিভিন্ন সময়। কখনো ফটোশপে সম্পাদনা করে ট্রাম্পের মাথা বসানো হয়েছে কার্টুনের মাথায়। আবার কখনো তাঁকে বানানো হয়েছে বিজ্ঞাপনের হাস্যকর মডেল।
এত দিন মানুষ যাই করুক না কেন, এবার সেই দলে নিজেই নাম লেখালেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বুধবার তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যা নিয়ে দারুণ আলোচনায় মেতেছেন টুইটারবাসী।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের পোস্ট করা ওই ছবিটি এক লাখ ২৪ হাজার বার রিটুইট ও চার লাখেরও বেশি মানুষ ছবিটিতে লাইক রিয়েকশন দিয়েছে।
ট্রাম্পের কয়েক দফা হাসপাতালে যাতায়াতের পর তাঁর সুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়। আর এমন সময়ই ওই ছবিতে খোলাবুকে একজন বক্সার হিসেবে দেখা গেছে ট্রাম্পকে।
ছবিতে আমেরিকার সুপারহিরো হালকের মতো দেখতে শরীরে নিজের মাথা বসিয়েছেন ট্রাম্প। এতে তাঁর শরীর যে একজন বক্সারের মতোই সবল, সেটাই তুলে ধরতে চেয়েছেন তিনি।
সিলভেস্টার স্ট্যালিয়নের চলচ্চিত্র ‘রকি ৩’-এর পোস্টার থেকে এই ছবি নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৭৩ বছর বয়সী ট্রাম্পের ছবি নিয়ে যতগুলো সংস্করণ তৈরি হয়েছে, তার থেকে নতুন এই ছবিটি সম্পূর্ণ ভিন্নরকম।