চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/06/umrah.jpg)
সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনো দেশ থেকে যাওয়া মুসল্লিদের জন্য ওমরাহ পালন করার শেষ তারিখ ৩১মে। ছবি : সংগৃহীত
সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনো দেশ থেকে যাওয়া মুসল্লিদের জন্য ওমরাহ পালন করার শেষ তারিখ ৩১মে।
হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমোতি দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নির্ধরিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/05/06/capture-umrah_0.jpg)
করোনার কারণে গত দুই বছর বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। গত বছর কেবল মাত্র সৌদিতে বসবাসকারী ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান।
এ বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।