চলে গেলেন কবি-গীতিকার রাহাত

Looks like you've blocked notifications!
ভারতের গীতিকার ও উর্দু ভাষার কবি রাহাত ইন্দোরি মারা গেছেন। ছবি : সংগৃহীত

ভারতের বর্ষীয়ান গীতিকার ও উর্দু ভাষার কবি রাহাত ইন্দোরি আর নেই। গতকাল মঙ্গলবার বিখ্যাত এ কবি মারা গেছেন। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে মধ্য প্রদেশের ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, দুবার হৃদরোগে আক্রান্ত হন রাহাত।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বলিউড বাবল খবরে জানিয়েছে, শ্রী অরবিন্দ হাসপাতালের চিকিৎসক বিনোদ ভান্ডারি বলেছেন, গতকাল দুবার হৃদরোগে আক্রান্ত হন কবি রাহাত। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিলেন।

কবি-গীতিকার রাহাতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। ‘মীনাক্ষি’, ‘মিশন কাশ্মীর’ ও ‘ইশক’-এর মতো সুপারহিট ছবির জন্য গান লিখেছেন তিনি।

জাভেদ আখতার, আদনান সামি, অনুভব সিনহাসহ অনেক তারকা কিংবদন্তি এ কবির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

‘ইয়ে রিশতা’, ‘নিদ চুরায়ি মেরি কিসনে ও সনম তুনে’, ‘বুমরো’, ‘চোরি চোরি জব নজরে মিলি’সহ বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে রাহাতের ঝুলিতে। তাঁর কবিতাও মানুষের মুখে মুখে ফেরে।