চাকরি হারানোর শঙ্কায় কস্টা কফির ১৬৫০ কর্মী

Looks like you've blocked notifications!
ব্রিটিশ কফিহাউজ চেইন ‘কস্টা কফি’। ছবি : সংগৃহীত

মহামারি করোনার কারণে ব্যবসার মন্দা অবস্থা। এ অবস্থায় যে কোনো মুহূর্তে প্রায় এক হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ কফিহাউজ চেইন ‘কস্টা কফি’। নিজেদের অস্থিত্ব বাঁচাতেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ এই কোম্পানিটি।

বিবিসি জানায়, এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কস্টা কফি। কোম্পানিটি বলছে, বৃটেনজুড়ে তাদের যত ব্যবসা রয়েছে সব জায়গা থেকে ‘এসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার’ পদটি বাতিল করবে তারা।

বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির যে প্রভাব ব্যবসায় পড়েছে তা এখনো অব্যাহত রয়েছে। ফলে কোম্পানির পক্ষে তার সকল কর্মীর চাকরি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। 

কস্টা কফি জানায়, তারা গত মে মাস থেকেই তাদের সকল কফিশপ চালু করে যাচ্ছে। কফিশপগুলোতে করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে তারা। দুই হাজার ৭০০ শপের মধ্যে দুই হাজার ৪০০ এরও বেশী খোলা হয়েছে। বাকিগুলোও শীঘ্রই খুলতে যাচ্ছে। খোলার পর ব্যবসা স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।