চিড়িয়াখানা থেকে পালালো দুই বাঘ, এক ব্যক্তি নিহত

Looks like you've blocked notifications!
পৃথিবীতে সুমাত্রান প্রজাতির এই বাঘের সংখ্যা চারশর নিচে নেমে এসেছে বলে ধারণা করা হয়। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের একটি চিড়িয়াখানা থেকে বিলুপ্তপ্রায় সুমাত্রান প্রজাতির দুটি বাঘ পালিয়ে জনপদে ঢুকে পড়েছে। পালানোর আগে চিড়িয়াখানাটির এক কর্মী বাঘের আক্রমণে মারা গেছেন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

সিনকা চিড়িয়াখানা থেকে পালানো বাঘিনী দুটির বয়স ১৮ মাসের মতো।

ভারি বর্ষণের ফলে ভূমিধসে চিড়িয়াখানাটির বাঘের খাঁচা ক্ষতিগ্রস্ত হলে বাঘ দুটি চলে যেতে সক্ষম হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। বাঘের খাঁচার ৪৭ বছর বয়সী এক কর্মীকে খাঁচাটির নিকটেই মৃত পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এ ছাড়া বাঘের খাঁচার কাছাকাছি জায়গায় একটি উটপাখি ও একটি বানরসহ বেশকিছু প্রাণীর মরদেহ পাওয়া গেছে।

পরে শনিবার ওষুধ প্রয়োগ করে একটি বাঘকে আটকানো গেলেও অন্যটিকে ওষুধ প্রয়োগ করার পরও ব্যাপক আক্রমণাত্মক আচরণ করায় সেটিকে গুলি করে হত্যা করা হয়েছে।

বাঘ দুটি বেরিয়ে পড়ার পর বোর্নিও দ্বীপের ওয়েস্ট কালিমান্তানের সিঙ্কাওয়াং শহরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। পর্যটন প্রধান শহরটির মানুষজনকে বাইরে বের না হয়ে ঘরে থাকতে বলা হয়।