চীনকে জবাব দিতে দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব আরএসএসের
চীন-ভারত সংঘাতের আবহে দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। মোদি সরকারের উদ্দেশে সংগঠনটির প্রস্তাব, চীনকে কড়া জবাব দিতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্নে’ ভূষিত করা হোক তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ স্তরে দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন। এ প্রস্তাব নিয়ে কেন্দ্রের শীর্ষ কর্মকর্তারা দ্বিধাবিভক্ত। আমলাদের একাংশের বক্তব্য, ভারত-চীন সংঘাতের আবহে এ প্রস্তাব ভেবে দেখা যেতে পারে। আমলাদের অপর অংশ অনেকটাই সংযত। তাদের ধারণা, এ পদক্ষেপ আগুনে ঘি দেওয়ার শামিল। এই সংঘাতের আবহে দালাই লামাকে ভারতরত্ন দিলে নিশ্চিতভাবেই কড়া প্রতিক্রিয়া দেখাবে চীন। সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এ খবর জানিয়েছে।
আরো কিছু প্রস্তাবও মোদি সরকারের বিবেচনাধীন রয়েছে। আসছে ৬ জুলাই জন্মদিন দালাই লামার। ৮৪ বছরের এ বৌদ্ধভিক্ষুকে ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পাঠানোর কথাও ভাবা হচ্ছে।
পূর্ব লাদাখে ভারত-চীন বিতর্কিত সীমানা নিয়ে আলোচনা কতটা এগোয়, চীন ভারতীয় ভূখণ্ড ছেড়ে যায় কি না, এসব দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। সীমান্ত সমস্যা মেটাতে সামরিক ও কূটনৈতিক স্তরে এখন আলোচনা জারি রয়েছে। যদিও এ পর্যন্ত সদর্থক কোনো পদক্ষেপ চীন নেয়নি।
‘১৪তম দালাই লামাকে ভারতরত্ন দেওয়া উচিত, এটা আমি আরো বেশি বেশি অনুভব করছি।’ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘাতে জড়িয়ে পড়ার দিনে টুইটারে পোস্ট করেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা রাও।
চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত রাও আরো লেখেন, ‘মানবতার সেবা, তার সহানুভূতি, সাহস এবং গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতার প্রতি তার অগাধ আস্থা, মূল্যবোধ এসব কিছুর জন্যই তিনি এই সম্মান পাওয়ার দাবি রাখেন।’
এর আগে বিজেপির প্রবীণ নেতা, হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শান্তা কুমার ২০১৯ সালের এপ্রিলে কেন্দ্রের কাছে চিঠি দিয়ে দালাই লামাকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের স্বাক্ষর ছিল সে চিঠিতে। বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও দালাই লামাকে ভারতরত্ন হিসেবে দেখেতে চেয়েছিলেন। দালাই লামার ভারতরত্নের পক্ষে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) পরিচালিত ভারত তিব্বত সহযোগ মঞ্চের (বিটিএসএম) সাধারণ সম্পাদক পঙ্কজ গোয়েল বলেন, 'আমাদের অবশ্যই তাঁকে (দালাই লামাকে) ভারতরত্ন দিয়ে সম্মান জানাতে হবে।’