চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল জাপান

Looks like you've blocked notifications!

জাপানে এক চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত কয়েক বছরের মধ্যে জাপানে এই প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার  ওই চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ব্যক্তির নাম ওয়েই ওয়েই। তার বয়স ৪০ বছর।

এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে জাপানের বিচার মন্ত্রণালয়। এ বিষয়ে বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একই পরিবারের চার সদস্যকে খুন করার অপরাধে ওয়েই ওয়েই নামের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বৃহস্পতিবার সেই শাস্তি কার্যকর করা হয়েছে।

এ দিকে একই ঘটনায় যুক্ত অন্য দুজন চীনে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেখানে গ্রেপ্তারের পর ২০০৫ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।