চীনের উত্তরাঞ্চলে টানেল ধসে ৪ জন নিহত
চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে নির্মাণাধীন একটি টানেল ভেঙে চারজনের প্রাণহানি ঘটেছে এবং আরো দুই ব্যক্তি এখন পর্যন্ত আটকা পড়ে আছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া।
নগরীর জনসংযোগ কর্তৃপক্ষ জানায়, জিনচেং নগরীর এক মহাসড়কে সোমবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কাজে নিয়োজিত থাকা ছয় ব্যক্তি আটকা পড়েন।
তাঁদের একজনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। উদ্ধারকারীরা তিনটি মৃতদেহ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার করেছেন।