চীনের পাওনা পরিশোধে ইউরোপের সাহায্য পাচ্ছে মন্টেনেগ্রো
আড্রিয়ার্কটিক অঞ্চলের ছোট দেশ মন্টেনেগ্রোর কাছে চীনের পাওনা ৮০৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ রিফাইন্যান্স বা পুনঃঅর্থায়ন করতে যাচ্ছে ইউরোপের একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান। দেশটির অর্থমন্ত্রী এ প্রসঙ্গে জানিয়েছেন—অর্থ সাশ্রয় ও সুদের হার কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিজেদের প্রভাব বিস্তারের জন্য মন্টেনেগ্রোর পাশাপাশি আলবেনিয়া, বসনিয়া, কসোভো, উত্তর মেসেডোনিয়া ও সার্বিয়ার মতো পশ্চিমাঞ্চলীয় বলকান দেশগুলোকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসেবে দেখে চীন। এ অঞ্চলে বেইজিং কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের সিংহভাগই অবকাঠামো ও জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে। চীনের এই ভূমিকা পূর্বাঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণকে জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্টেনেগ্রোর আড্রিয়াটিক উপকূল থেকে একটি মহাসড়ক নির্মাণের জন্য ২০১৪ সালে দেশটিকে ঋণ প্রদান করে চীন। চীনের কাছ থেকে এই অর্থ নেওয়ার পর ন্যাটোর সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানে ইচ্ছুক মন্টেনেগ্রোর ঋণ বেড়ে দেশটির মোট অর্থনৈতিক উৎপাদনের ১০৩ শতাংশে দাঁড়ায়। এ অবস্থায় ইইউর কাছে সহায়তা চাইতে বাধ্য হয় মন্টেনেগ্রো সরকার।
মন্টেনেগ্রোর ফাইন্যান্স ও বাজেট বিষয়ক পার্লামেন্টারি (সংসদীয়) কমিটির এক অধিবেশনে দেশটির অর্থমন্ত্রী মিলোজকো স্পাজিক অ-প্রকাশ্য চুক্তির (নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট) শর্ত হিসেবে ইউরোপের ওই আর্থিক প্রতিষ্ঠানের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত এখন ‘চূড়ান্ত পর্যায়ে রয়েছে’ বলে জানিয়েছেন তিনি।
মন্টেনেগ্রোর অর্থমন্ত্রী পার্লামেন্টারি কমিটিকে বলেছেন, ‘চীনের কাছ থেকে নেওয়া ঋণের জন্য ২ শতাংশ সুদ (ডলার হিসেবে) দিতে হতো। আর ইউরোপীয় প্রতিষ্ঠানটির কাছ থেকে নেওয়া অর্থের বিপরীতে এক শতাংশ সুদ (ইউরো হিসেবে) পরিশোধ করতে হবে।
গত ১১ জুন রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্টেনেগ্রোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত দুটি উন্নয়ন ব্যাংক—রিকনস্ট্রাকশন ক্রেডিট ব্যাংক (কেএফডি) ও ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি)— এবং ইতালির রাষ্ট্রায়ত্ত ঋণদাতা প্রতিষ্ঠান সিডিপিকে আহ্বান জানিয়েছে ব্রাসেলস।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত এপ্রিলে জানিয়েছিল, ধারণা করা হচ্ছে চলতি বছর মন্টেনেগ্রোর অর্থনীতি ৯ শতাংশ সম্প্রসারিত হবে। যেখানে ২০২০ সালে দেশটির অর্থনীতি ১৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছিল।