চীনে রাজধানীর নিকটবর্তী এলাকায় ৪ লাখ মানুষ লকডাউনে

Looks like you've blocked notifications!

চীনের রাজধানী বেইজিংয়ের নিকটবর্তী একটি এলাকায় নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ায় চার লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে।

হেবেই প্রদেশের অ্যানজিন এলাকায় এই লকডাউন দেওয়া হয়েছে। এটি বেইজিং থেকে দেড়শ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তবে ইতিবাচক ব্যাপার হচ্ছে, এলাকাটি খুব ঘনবসতিপূর্ণ নয়। ফলে এ যাত্রায় করোনার সংক্রমণটাও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে না।

গত বছরের শেষদিকে চীনে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতে এখন ব্যবস্থা নিচ্ছে চীন।

বেইজিংয়ে নতুন করে করোনাজনিত কোভিড-১৯ রোগী পাওয়া গেছে ১৪ জন। চলতি জুনের মাঝামাঝি সময়ে শুরু হওয়া এক সংক্রমণে চীনে মোট ৩১১ জন রোগী পাওয়া যায়।