ছুটি না পেয়ে ভ্যালেন্টাইনস ডে-তে অফিসেই বিয়ে!
আপনি যদি চাকরি করেন তবে আপনার ইচ্ছেমতো দিন ছুটি নাও পেতে পারেন। এজন্য মন খারাপ করার কিছু নেই। কারণ আপনি অফিসের কাছে দায়বদ্ধ থাকেন। তাই বলে আপনার ব্যক্তিগত সখ-আহ্লাদগুলো কিন্তু মাটি হয়ে যাবে না। সে জন্য অনুসরণ করতে পারেন তুষার সিংলা ও নভজ্যোৎ সানাকে।
তাঁরা দুজনই সরকারি কর্মকর্তা। একজন পুলিশে, অন্যজন প্রশাসনে। কাজের ব্যাপক চাপে সারাদিনই ব্যস্ত থাকতে হয়। ছুটি নেওয়াও মুশকিল। আর এই ব্যস্ততার কারণে বিয়ের জন্য বেছে নিয়েছেন ভ্যালেন্টাইনস ডে-কে।
ছুটির অভাবে তাঁরা বিয়ে সারলেন অফিসের মধ্যেই। ভ্যালেন্টাইন্স ডে-তে অফিসেই বিয়ের কাণ্ডটি ঘটেছে ভারতের উলুবেড়িয়ায়।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের বড় হলেন- উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ও পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা।
পরিচয়ের শুরু থেকেই তুষার-সানা প্রেম করছেন। অবশেষে শেষে চার হাত এক হলো ভালোবাসা দিবসেই। অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।
বিয়ের ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। তাঁদের দেখে যে কেউই বলে দেবেন- অফিসে হোক আর যেখানেই হোক বিয়ে করেই যেন তারা গুরু দায়িত্ব সারলেন।
বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। নবদম্পতিকে আশীর্বাদও করেন তাঁরা।