জর্ডান উপত্যকা দখলের সবুজ সংকেত দিল ইসরায়েল

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা নিজেদের দখলে নেওয়ার পক্ষে সবুজ সংকেত দিয়েছেন। গতকাল বুধবার জর্ডান উপত্যকা নিজেদের করে নেওয়ার এমন সংকেত দিলেন তিনি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনের জর্ডান উপত্যকা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার জন্য দেশটির লিকুদ পার্টির প্রস্তাবিত বিল যেন আইনসভায় পাস করা হয় সেজন্য সবুজ সংকেত দিয়েছেন নেতানিয়াহু। জর্ডান উপত্যকা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।
সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনকে অবৈধ নয় বলে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। ফলে ইসরায়েল এই অঞ্চলটিকে তাদের নিজেদের বলেই ধরে নিয়েছে।
এর ধারাবাহিকতায় চূড়ান্ত স্বীকৃতি দিতে আইনসভায় জর্ডান উপত্যকা সংযুক্তির বিলটি পাস করাতে চাচ্ছেন নেতানিয়াহু।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য শারেন হাসকেল গত মাসে বিলটি প্রস্তাব করেন।
এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের অধিকৃত জর্ডান উপত্যকা ও ডেড সি-র উত্তরাংশ ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন নেতানিয়াহু।