জাপানের এমপিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চীন

Looks like you've blocked notifications!

জাপানের পার্লামেন্টের সাবেক এক আইনপ্রণেতাকে (এমপি) চীনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে গত ছয় বছর ধরে মাদক পাচারের মামলা চলছিল।

শুক্রবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাপানের সাবেক এই রাজনীতিবিদের নাম তাকুমান সাকুরাগি। তাকে ২০১৩ সালে চীনের গুয়াংঝু প্রদেশের বেইয়ান বিমানবন্দর থেকে আটক করা হয়। সে দিন তল্লাশি চালিয়ে তিন কেজি তিনশ গ্রাম মেথামফেটামিন (এক প্রকারের মাদক) জব্দ করা হয়েছিল তার ব্যাগ থেকে।

শুক্রবার গুয়াংঝুর প্রাদেশিক আদালত মাদক পাচারের অভিযোগে ৭৬ বছরের তাকুমানকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অবশ্য এই মামলার শুনানি শেষ হয়েছিল ২০১৪ সালে। কিন্তু আইনি জটিলতার কারণে রায় দিতে পারছিলেন না বিচারক। শেষ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর পর আজ মামলাটির রায় ঘোষণা করা হলো।

তবে জাপানের এই প্রবীণ রাজনীতিবিদের দাবি, ওইদিন বিমানবন্দরে ব্যাগ থেকে যে মাদকগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তার ছিল না। কিন্তু নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।