জার্মানিতে করোনা রোগী শনাক্তের রেকর্ড

Looks like you've blocked notifications!
জার্মানিতে বুধবার রেকর্ডসংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে। ছবি : রয়টার্স

জার্মানিতে রেকর্ডসংখ্যক নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার দেশটিতে ৮০ হাজার ৪৩০ নতুন রোগী শনাক্ত হয়। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় টিকা নেওয়ার হার কম এবং ওমিক্রনের প্রভাবে রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর জার্মানিতে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল। সেদিন শনাক্তের সংখ্যা ছিল ৭৬ হাজার। বার্তা সংস্থা রইটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে জার্মানিতে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ লাখ ৬১ হাজার ৮১১। দেশটিতে করোনায় গতকাল ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৭৩৫।

দেশটিকে কোভিড টিকার অন্তত একটি ডোজ নেওয়ার হার ৭৫ শতাংশের নিচে, বলছে রবার্ট কোচ ইনস্টিটিউটের সংক্রামক রোগতত্ত্ব বিভাগের সর্বশেষ পরিসংখ্যান।