জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/03/jaarmaani.jpg)
জার্মানির গ্যারমিস-পারটেকিরসেনে ট্রেন লাইনচ্যুত হয়ে তিন জনের প্রাণহানি হয়েছে। ছবি : সংগৃহীত
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে তিন জনের প্রাণহানি হয়েছে। এতে বেশকিছু লোক আহত হয়েছেন। জার্মানির দক্ষিণাঞ্চলের জেলা গ্যারমিস-পারটেকিরসেনে আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
পুলিশ টুইটারে জানিয়েছে, ট্রেনটি বাভারিয়া অঙ্গরাজ্যের গ্যারমিস-পারটেকিরসেন থেকে মিউনিখের দিকে যাচ্ছিল। এমন সময় দুর্ঘটনার শিকার হয়।
![](http://www.uae.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/06/03/jaarmaani_insaartt.jpg 687w)
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।