জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!

জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রেডরিক নিজে এক টুইট বার্তায় তাঁর করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন, খবর রয়টার্স।

তবে ফ্রেডরিক জানিয়েছেন, তাঁর করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে তাঁর শরীরে।

টুইটে তিনি জানান, ‘রোববার শরীরে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। আগামী সপ্তাহের শেষ পর্যন্ত আমি নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকব। সৌভাগ্যবশত করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে আমার শরীরে। আমার সব দাপ্তরিক কার্যক্রম স্থগিত করা হল।’

জার্মানিতে নতুন করে দুই হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৯ হাজার ৩৬৭। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছে আরো ৯ জন। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৬। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।

বিশ্বের ১৬৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে একলাখ ৯৮ হাজার ৪শ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৬৩ জন।