জিন এডিটিং করে শিশু জন্ম দেওয়ায় ৩ গবেষকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

চীনে চিকিৎসাক্ষেত্রে বিধি-নিষেধ অমান্য করে জিন এডিটিং করে শিশু জন্মদানে জড়িত থাকার অভিযোগে তিন গবেষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রধান গবেষক হি জিয়ানকুইকে তিন বছরের কারাদণ্ডাদেশ ও ৩০ লাখ ইউয়ান (৪ লাখ ৩০ হাজার ডলার) জরিমানা করা হয়েছে।

বাকি দুজন কম শাস্তি পেয়েছেন। জ্যাং রেনলিকে দুই বছরের কারাদণ্ডাদেশ ও ১০ লাখ ইউয়ান জরিমানা এবং কোইন জিংশোকে দেড় বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ লাখ ইউয়ান অর্থদণ্ড করা হয়েছে।

প্রধান গবেষক হি জিয়ানকুই জানিয়েছিলেন, ২০১৮ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো জিন এডিটিং করে দুটি যমজ মেয়ের জন্মের ক্ষেত্রে সাহায্য করেছিলেন তিনি। এ ঘোষণার ফলে জিন এডিটিংয়ের নৈতিকতা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক শুরু হয়।

এদিকে, জিন এডিটিং করে তৃতীয় আরেকটি শিশুর জন্মদানের ক্ষেত্রেও গবেষক হি জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।