জি২০ সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন

Looks like you've blocked notifications!
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন সম্মেলনে পুতিনকে যোগ দিতে আমন্ত্রণ জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।

এ বছর জি২০ সম্মেলনে সভাপতিত্বে থাকবেন জোকো উইদোদো। পশ্চিম জাভার বোগর থেকে ইন্দোনেশিয়ার নেতা বলেন, রুশ প্রেসিডেন্ট তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আগামী শরৎ-এ বালিতে জি২০ সম্মেলনে অংশ নেবেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশের জেরে রাশিয়াকে অবশ্যই জি২০ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন সম্মেলনে বাইডেন-পুতিনের মুখোমুখি বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এর আগে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুডমিলা ভোরোবিভা।

উল্লেখ্য, আসন্ন জি২০ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া।