জীবন দেব তবু দেশে বিভক্তি বরদাশত করব না : মমতা

Looks like you've blocked notifications!
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : রয়টার্স

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কিছু মানুষ ঘৃণার রাজনীতি চালিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করছেন। নিজের জীবন দিতে প্রস্তুত আছি তবুও দেশে বিভাজন মেনে নেব না।’

আজ শনিবার (২২ এপ্রিল) মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর এনডিটিভির।  

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছু লোক দেশকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ঘৃণার রাজনীতি করছে... আমি আমার জীবন দিতে প্রস্তুত কিন্তু দেশকে বিভক্ত করতে দেব না।’

বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধান পরিবর্তনের চেষ্টার অভিযোগ এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) বাস্তবায়নের অনুমতি দেব না। আমি অর্থশক্তি (তার রাজনৈতিক বিরোধীদের) এবং (কেন্দ্রীয়) এজেন্সিগুলোর (সরকারি সংস্থাগুলোর) বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তবে আমি মাথা নত করব না।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের দেশে কারা ক্ষমতায় আসবে, তা ঠিক করতে এক বছরের মধ্যে নির্বাচন হবে। আসুন প্রতিজ্ঞা করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে লড়াই করব। আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে, পরবর্তী নির্বাচনে সবাই ভোট দিয়ে তাদেরকে বিতাড়িত করব। গণতন্ত্র রক্ষা করতে না পারলে সব শেষ হয়ে যাবে।’