জেদ্দার আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

Looks like you've blocked notifications!
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনা। ছবি : রয়টার্স

ইয়েমেনের হুতি যোদ্ধারা সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেখানে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি হচ্ছে আরামকো কোম্পানির একটি তেল ডিস্ট্রিবিউশন স্টেশন। তবে এ হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি সৌদি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলার পর ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি আজ সোমবার জানান, সৌদিতে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠান ও দেশটির নাগরিকদের আরো সতর্ক থাকা উচিত কারণ ‘হামলা চলমান থাকবে’।

ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিসট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। হামলার পর অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র আরো বলেন, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে।

এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আরামকো।