জোয়ারের পানিসহ তুষারপাত ও ভারি বর্ষণে বিপর্যস্ত ইতালির জনজীবন (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

ইতালির ভাসমান শহরখ্যাত ভেনিস গতকাল রোববার এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফা উচ্চ জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এর পাশাপাশি ইতালির বিভিন্ন স্থানে বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধিসহ প্রবল বাতাস বইছে। বিরূপ আবহাওয়ার জেরে মৌসুম ছাড়াই নেমেছে হিমবাহ।

বন্যায় প্লাবিত ভেনিস শহরের সেন্ট মার্ক’স স্কয়ার এলাকার বেশিরভাগ দোকানপাট ও জাদুঘর বন্ধ রয়েছে। তবে বিরূপ আবহাওয়ার মধ্যেও ভেনিসে থাকা পর্যটকদের হাঁটু পর্যন্ত লম্বা বুট এমনকি ঊরু পর্যন্ত লম্বা বুট পরে শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে ছবি তুলতে দেখা গেছে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

এদিকে, ভেনিসে কেবল বন্যা পরিস্থিতি থাকলেও ইতালির বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত ও তুষারপাত হওয়ার খবর পাওয়া গেছে। নদীর পানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ায় আল্পস পর্বতমালা থেকে ইতালি অভিমুখী একটি হিমবাহ নেমে এসেছে।